গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা দূর্গাপুর ইউনিয়নের শীতলক্ষ্যা নদী থেকে
গাজীপুরের কাপাসিয়া উপজেলা দূর্গাপুর ইউনিয়নের শীতলক্ষ্যা নদী থেকে
একটি প্রভাবশালী কুচক্রী মহল নদীর চর ও ধাঁধার চর থেকে অবৈধভাবে বালি উত্তোলন, মাটি খনন করে নিয়ে যাওয়ার প্রতিবাদে।
ভূমি দস্যুদের বিরুদ্ধে এলাকাবাসী গতকাল বিকাল ৪টায় “শীতলক্ষ্যা নদীর চর বাঁচাও আন্দোলন” স্লোগানে বন্ধন পালন করে দূর্গাপুর ইউনিয়নের সামনে।
এই মানব বন্ধনে এলাকার সকল পেশাজীবি মানুষের উপস্থিতি লক্ষ্য করার মত।
মানব বন্ধনে আকরাম হোসেন মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাপাসিয়া উপজেলা যুবলীগের স্বাস্থ্য সম্পাদক খন্দকার শাহাদাৎ হোসেন সেলিম, দূর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিন দুলাল,
ইউনিয়ন যুবলীগের সভাপতি মো গাফফার, সহ সভাপতি শিপু, দূর্গাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তারিকুল ইসলাম লিটন, গাজীপুর জেলা ছাত্রলীগের সদস্য পারভেজ সরকার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান প্রধান,উপ ধর্ম সম্পাদক রাজিবুল ইসলাম প্রমূখ।
মানব বন্ধনের সকলের দাবি প্রশাসনে কাছে এই ভূমি দস্যুদের চিহ্নিত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রধান করার।