Thursday , 25 February 2021
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
Home » দৈনিক সকালবেলা » পাচঁফোড়ন » হিজাব পরে মসজিদে ট্রাম্পকন্যা, নেট দুনিয়ায় আলোচনার ঝড়

হিজাব পরে মসজিদে ট্রাম্পকন্যা, নেট দুনিয়ায় আলোচনার ঝড়

সকালবেলা আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প গ্লোবাল উইমেন্স ফোরামে অংশগ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেছেন। সম্মেলনে যোগ দেয়ার ফাঁকে ট্রাম্পকন্যা দুবাইয়ের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে যান। মসজিদে পরিদর্শনে গিয়ে ইভাঙ্কার মাথায় হিজাব পরা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন। তার সেই ছবি অনলাইনে আলোচনার ঝড় তুলেছে।
ইভাঙ্কা ট্রাম্পের অনলাইনে শেয়ার করা ছবি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। অনলাইনে অনেকে অভিযোগ করে বলেছেন, এটা মুসলিম নারীদের প্রতি ইভাঙ্কার নিতান্তই লোক দেখানো সমর্থন।
ইভাঙ্কা একই সাথে আমেরিকানদেরও মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছেন হিজাব পরে। আবার হিজাব পরলে মুসলিম নেতৃবৃন্দ তার ওপর সন্তুষ্ট থাকবে বলেও অনেকে মন্তব্য করেছেন।
অন্যদিকে অনেকেই মনে করছেন, মসজিদ পরিদর্শনের সময় হিজাব পরা দেশটির সংস্কৃতির একটি অংশ। এজন্য ইভাঙ্কা খালি পায়ে মসজিদে প্রবেশ করেন ও হিজাব পরে ছিলেন। এগুলো পবিত্র স্থানের প্রতি সম্মান প্রদর্শন।
 সূত্র:আল বাওয়াবা।

About Sakal Bela

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*