সকালবেলা অনলাইন ডেস্কঃ
কুড়িগ্রাম সদর উপজেলায় আদালত প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।গতকাল মঙ্গলবার সকালে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে মোটরসাইকেলের মালিক আল আমিন আহমেদ বাদী হয়ে তরিকুলকে আসামি করে ওইদিন থানায় মামলা করেন।
জানা গেছে, অভিযুক্ত পুলিশ সদস্যের নাম তরিকুল।
আল আমিন জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে অফিসে আসার পর সময়মতো বায়োমেট্রিক হাজিরা দিতে অসাবধানতাবশত চাবিসহ মোটরসাইকেলটি রেখে আদালত ভবনের ভেতরে যান। পরক্ষণেই চাবির কথা মনে পড়লে বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি না পেলে আদালত ভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, আদালতে কর্তব্যরত পুলিশ সদস্য তরিকুল মোটরসাইকেলটি নিয়ে পালাচ্ছেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজার রহমান জানিয়েছেন, পুলিশ সদস্য তরিকুলকে ওইদিন গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেইসঙ্গে উদ্ধার করা মোটরসাইকেলটি আলামত হিসেবে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জানান, কোনো পুলিশ সদস্য অপকর্মে জড়িত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য জিরো টলারেন্সের আওতায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » আদালতে কর্তব্যরত পুলিশ সদস্য মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার