সকালবেলা অনলাইন ডেস্কঃ
বগুড়ার শিবগঞ্জে অটোরিকশাকে ধাক্কা দেয়ার পর যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে হেলপারসহ ২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- হেলপার শহিদুল ইসলাম (৫০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে এবং অটোরিকশাচালক দিলবার হোসেন (৪৮), একই উপজেলা পুটখুর গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি বাস বেলা ১১টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কে শিবগঞ্জ উপজেলার কিচক হাজিপাড়া এলাকায় পৌঁছায়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়ার পর সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে অটোরিকশাচালক দিলবার হোসেন ও বাস হেলপার শহিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মী ও শিবগঞ্জ থানা পুলিশ হতাহতদের উদ্ধার করেছে। আহত অন্তত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।