অভিনয় থেকে রাজনৈতিক জীবন, একদিকে যেমন সাফল্যের শিখরে উঠেছেন। তেমনই আবার তাড়া করেছে বিতর্কও। জনপ্রিয় অভিনেতা থেকে ২ বারের বিধায়ক, ২ বারের সাংসদ হন তাপস পাল।
কিন্ত ভোট ময়দানে কুকথার তোড়, রোজভ্যালিকাণ্ডে জেলজীবন, সব মিলিয়ে নিজেকে শেষ জীবনে নিজেকে একেবারেই গুটিয়ে নিয়েছিলেন। জনমানস থেকে অনেকটাই হারিয়ে গিয়েছিলেন অভিনেতা। চলেও গেলেন নিঃসঙ্গভাবেই।