সকালবেলা অনলাইন ডেস্কঃ
সিলেটের লালবাজারে বিক্রির জন্য আনা হয় ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকা হয় সাড়ে ৩ লাখ টাকা।
সিলেটের লালবাজারে বিক্রির জন্য আনা হয় ১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটির দাম হাঁকা হয় সাড়ে ৩ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজারের চারখাই এলাকার একটি নদীতে এই বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
দুপুরে সিলেট নগরীর লালবাজারে মাছটি নিয়ে আসেন বিক্রেতা আনোয়ার হোসেন। তিনি পুরো মাছটির দাম হাঁকেন সাড়ে ৩ লাখ টাকা।
ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, সকালে মাছটি জেলেদের জালে ধরা পড়ে। পরে তিনি মাছটি কিনে নিয়ে আসেন লালবাজারে। মাছটি বাজারে আনার পর থেকে অনেকে দেখার জন্য ভিড় করছেন।
কৌতূহলবশত অনেকে মাছের দাম জেনে নিচ্ছেন। আবার উৎসুক অনেকে কেজি দরে কেনার আগ্রহ জানান।
লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ বলেন, সিলেটের বিভিন্ন নদীতে প্রায়ই বড় আকারের বাঘাইড় মাছ ধরা পড়ে। সেগুলো বিক্রি করতে লালবাজারে নিয়ে আসা হয়। এর আগেও লালবাজারে বড় আকারের বাগাইড় মাছ বিক্রি হয়েছে।