আন্তর্জাতিক ডেস্কঃ
New blue British Passport rollout to begin in March
প্রায় ৩০ বছর পর চলতি বছরের মার্চ মাস থেকে নীল রঙের পাসপোর্ট চালু করছে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়র পর বারগেন্ডি বা লাল রঙের পাসপোর্ট বাতিল করা হয়।
ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পাটেল বলেছেন, পাসপোর্ট ফের আমাদের জাতীয় পরিচয়ের ধারাতে পরিণত হয়েছে। ব্রেক্সিট যুক্তরাজ্যকে বিশ্বের নতুন পথ তৈরি করার স্বকীয় সুযোগ তৈরি এবং আইকনিক নীল ও সোনালি নকশায় ফিরে যাওয়ার সক্ষমতা দিয়েছে।
১৯২১ সালে চালু হয়েছিল নীল রঙের পাসপোর্ট। পরে ১৯৮৮ সালে তৎকালীন ইউরোপীয় অর্থনৈতিক জোট বা ইউরোপীয়ান ইকোনমিক কমিউনিটির সদস্য হওয়ার পর পাসপোর্ট পরিবর্তনে রাজি হওয়ার আগ পর্যন্ত তা চালু ছিল।
’৮০ সালের দশক পর্যন্ত যুক্তরাজ্য তাদের পাসপোর্টের রঙ পরিবর্তনের ইচ্ছা ছিল না। কিন্তু অন্য সদস্য দেশগুলোর সঙ্গে মিলে রেখে পরে তা পরিবর্তন সিদ্ধান্ত নেয়।
খবর: বিবিসি