মোহনগঞ্জ ( নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের গণ সংবর্ধনা সভাকে কেন্দ্র করে এক সপ্তাহ যাবত আওয়ামীলীগের পাল্টা পাল্টি কর্মসূচি হিসেবে ২৩ ফেব্রুয়ারী রবিবার সাড়ে ১২ টায় মোহনগঞ্জ সাধারন পাঠাগারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি লতিফুর রহমান রতনকে কথিত অব্যাহতি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ৪ নং মাঘান সিয়াধার ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক লিখিত বক্তব্য পাঠ করেন। তাকে সহায়তা করেন সাংগঠনিক সম্পাদক ও ৫ নং সমাজসহিলদেও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান সোহেল।
জানা যায়, ১৭ ফেব্রুয়ারী সোমবার শহীদ উসমান গনি ময়দানে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সম্মিলিত নাগরিক সমাজের উদ্দোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের গণ সংবর্ধনা সভার আয়োজন করে। এনিয়ে সভাপতি লতিফুর রহমান রতন সংবর্ধনার পক্ষে এবং সাধারন সম্পাদক মো.শহীদ ইকবাল বিপক্ষে অবস্থান নেন। ১৬ ফেব্রুয়ারী সন্ধায় রেবেকা মমিন এম পির সমর্থনে একটি বিরাট বিক্ষোভ মিছিল হয়। রাতে প্রধানমন্ত্রী কার্যালয় হতে সংবর্ধনাটি সরকারি সফর দেখিয়ে চিঠি ইস্যু করা হয়। পুলিশের ব্যাপক নিরাপত্তার মধ্যে দিয়ে বিপুল জনগণের উপস্তিতিতে সংবর্ধনা শুরু হয়। সভাপতি লতিফুর রহমান রতন বক্তব্য প্রদান কালে ছি ছি বলে উচ্চারন করেন। সুষ্ঠভাবে শেষ হলে ও ১৯ তারিখ বুধবার রাতে সাধারন সম্পদক শহীদ ইকবালের সমর্থিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে মহিলা কলেজে গিয়ে সমাপ্ত হয়। ২১ ফেব্রুয়ারীতে সভাপতি সম্পাদক পৃথক পৃথক ভাবে শহীদ মিনানে পুস্পস্তবক অর্পন করে। ২২ ফেব্রুয়ারী শনিবার থানা আওয়ামীগ অফিমে সভাপতি লতিফুর রহমান রতনের অনুপস্থিতে জরুরী সভায় সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে রেজুলেশন করা হয়। সাড়ে ৩ ঘন্টা বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের সম্মুখে সাধারন সম্পাদক মো. শহীদ ইকবাল সভাপতির অপসারনের বিষয়ে বক্তব্য তুলে ধরেন। মোহনগঞ্জে রাজনৈতিক অঙ্গনে থমথমে অবস্থা বিরাজ করছে। ২২ ফেব্রুয়ারী সভাপতিকে অব্যাহতির প্রতিবাদে আজ লতিফুর রহমান রতনের পক্ষে নেতাকর্মীরা সাংবাদিক সম্মেলন করে। আওয়ামীলীগ দু ভাগে বিবক্ত হয়ে ১৬ হতে ২৩ ফেব্রুয়ারী পাল্টাপাল্টি কর্মসূচি অব্যাহত থাকায় জনমনে আতংর্ক সৃষ্টি হয়েছে।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » মোহনগঞ্জে গণ সংবর্ধনাকে কেন্দ্র করে আওয়ামীলীগে পাল্টা পাল্টি কর্মসূচি অব্যাহত