সকালবেলা অনলাইন ডেস্কঃ
রোহিঙ্গা সংকটে যোগ্য নেতৃত্ব ও উদারতা প্রকাশ করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, চিঠিতে জোলি নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্যও বাংলাদেশের প্রশংসা করেন।গত বছরের ফেব্রুয়ারিতে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে তার সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে জোলি উপযুক্ত পরিস্থিতিতে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইউএনএইচসিআর তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন। রোহিঙ্গাদের আশ্রয় এবং সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।