সকালবেলা অনলাইন ডেস্কঃ
লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক চাপায় ফাহিমা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর অঞ্চলিক মহাসড়কের বাসা বাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফাহিমা উপজেলার সোনাপুর ইউনিয়নের খলিল মিঝি বাড়ীর জসিম উদ্দিনের মেয়ে ও স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
এ সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেন।
রায়পুর থানার ওসি তোতা মিয়া বলেন, খবর পেয়ে নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করে থানা নিয়ে আসা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।