শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখায় মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে টেকনোলজি এমপ্যাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুবাল পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ০১(এক) মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা রিয়াজুল আলম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা প্রমুখ। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছুর রহমান।এসময় ৪২ জন প্রশিক্ষনার্থী কে সনদ ও ২ জন যুবক-যুবতীর মধ্যে এক লক্ষ ষাট হাজার টাকার চেক প্রদান করা হয়।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » শালিখায় ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের সনদ প্রদান