সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২৬ শে ফেব্রুয়ারি দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুর হয়।এবং ১০ টা৩০ মিনিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী এবং বিকাল ৪টায় সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী, জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু, বাসদ নেতা কমরেড নব কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন বানু,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জেল হোসেন, অনুসন্ধান কমিটির সদস্য সরোয়াদ্দি খান। আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭২ সালের গণহত্যা নিহতদের শহীদের মর্যাদা দিতে হবে। গনহত্যায় নিহত শহীদ দুঃস্হ ভুমিহীন পরিবার গুলোকে পূর্ণবাসন করতে হবে গণহত্যার স্হান, যুদ্ধাস্হান গুলোকে চিহ্নিত করে স্মৃতি সৌধ নিমান করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক, নাট্য সংগঠন, মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ গণহত্যায় শহীদ পরিবার সদস্যরাও উপস্হিত ছিল। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী করা হয়।