সকালবেলা অনলাইন ডেস্কঃ
ফরিদপুরে সন্ত্রাসী হামলায় ৫ জন গ্রাম পুলিশ আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আরিফ বাজারে এ ঘটনা ঘটে।
ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু জানান, আরিফ বাজারে খলিল বেপারী নামে এক ব্যবসায়ীর একটি দোকান ঘর রয়েছে। সেই ঘর ভেঙে সেখানে সুলতান শেখ নামে আরেক ব্যক্তি ঘর তুলতে গেলে খলিল বেপারী গ্রাম পুলিশদের খবর দেয়। এরপর গ্রাম পুলিশেরা সেখানে গেলে তাদের উপর হামলা করে সুলতান শেখের লোকজন। এতে ৫ গ্রাম পুলিশের সদস্যরা আহত হন।
আহতদের মধ্যে পুলক সরকার (৩২) ও জামাল মল্লিক (৫০) নামে দুজনকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় মাইনুদ্দিন শেখ, ইসলাম শেখ ও ইলিয়াস মল্লিক নামে আরো ৩ জন আহত হন বলে জানা গেছে।
এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় মামলা হয়নি।