ক্রীড়া ডেস্কঃ
যেখানে ৫০ ওভারের ক্রিকেটেই কালেভদ্রে ২০০ রানের কাছাকাছি যেতে পারে বাংলাদেশের মেয়েরা, সেখানে টি-টোয়েন্টিতে প্রায় ২০০ (১৯০) টার্গেট! এত বড় লক্ষ্য দেখেই ভড়কে যাওয়ার কথা। তবে প্রতিপক্ষ নারীদের ক্রিকেটে বিশ্বসেরা দল অস্ট্রেলিয়া।
শেষ পর্যন্ত ফল যা হওয়ার তাই হলো। ক্যানবেরার মানুকা ওভালে ৮৬ রানের বড় ব্যবধানেই হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
বাকিরা আর দুই অংকের ঘরই ছুঁতে পারেনি। অস্ট্রেলিয়ান বোলার মেগান স্কাট নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২টি নেন জেস জোনাসেন। অ্যানাবেল সাদারল্যান্ড এবং নিকোলা ক্যারে নেন ১টি করে উইকেট।