সকালবেলা অনলাইন ডেস্কঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিহত আশরাফুল ইসলামসহ আরো কয়েকজন ইজিবাইকযোগে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকা দিয়ে কানসাট যাচ্ছিল। এ সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ফল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো- ২২-৩২২২৫) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নিহত হন। পরে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া টোল ঘরের এলাকা হতে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ। আটক ট্রাকচালকের নাম রাজশাহীর পুঠিয়ার রাজিব আলী।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় আশরাফুল ইসলাম (৩৫) নামে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিহত আশরাফুল ইসলামসহ আরো কয়েকজন ইজিবাইকযোগে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ভাঙা ব্রিজ এলাকা দিয়ে কানসাট যাচ্ছিল। এ সময় সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি ফল ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো- ২২-৩২২২৫) তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম নিহত হন। পরে চাঁপাইনবাবগঞ্জের বারঘোরিয়া টোল ঘরের এলাকা হতে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ। আটক ট্রাকচালকের নাম রাজশাহীর পুঠিয়ার রাজিব আলী।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।