সকালবেলা অনলাইন ডেস্কঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক বিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জয়নাল মিয়া নামে এক মাদক কারবারীকে আটক করছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নিদের্শে ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেকসহ এসআই মো: মহিন উদ্দিন, এসআই মোহাম্মদ আলমগীর, এসআই মো: দেলোয়ার হোসেন, এসআই মো: ফরিদ মিয়া, এএসআই মো: নজরুল ইসলাম, এএসআই সাকির হোসেন, এএসআই মো: ইমাম হোসেন ও এএসআই বাসু কান্তি দাশ উপজেলার ভূনবীর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জয়নাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক জানান, আটককৃত জয়নাল মিয়া মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে গাঁজার কারবারী করে আসছিল। তাকে গ্রেফতার করার জন্য এর আগে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছিল।
আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।