বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার বাউফলেরর ধূলিয়া গ্রামে ভাষা সৈনিক সাবেক জাতীয় সংসদ সদস্য কেন্দ্রীয় ন্যাপের সাবেক সাধারন সম্পাদক সৈয়দ অাশ্রাফ এর কবরস্থানে ভাষা সৈনিক সৈয়দ অাশ্রাফ লেখা নাম ফলক ভেঙে ফেলার প্রতিবাদে বৃহষ্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা ন্যাপ অায়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া। অারও বক্তব্য রাখেন জেলা ন্যাপ’র সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারন সম্পাদক কাজী দেলোয়ার হোসেন দিলিপ, মুক্তিযোদ্ধা শাহজাহান খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, অধ্রাপক মোস্তাফিজুর রহমান, সুভাষ চন্দ, জেলা সিপিবির সাধারন সম্পাদক সমির কর্মকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা অবিলম্বে ভাষা সৈনিক সৈয়দ অাশ্রাফের নাম ফলক ভাংচুরকারী খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।