নিজস্ব প্রতিবেদকঃ
ভোটার দিবস উপলক্ষে আগামী ২ মার্চ রাজধানীতে বর্ণাঢ্য র্যালিসহ দেশব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এ প্রতিপাদ্য নিয়ে ওইদিন সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালি করা হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে পৌঁছে শেষ হবে র্যালি।
র্যালি ছাড়াও ওইদিন বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী মো. আনিসুল হক।
জানা যায়, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, মাহবুব তালুকদার, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী।
আলোচনা সভায় ১০ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে