কলাপাড়া প্রতিনিধি: জিটিভি কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম’র উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহত মনিরুল ইসলাম জানান মহিপুর বাজার সংলগ্ন এলাকায় শনিবার আনুমানিক সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের দিকে সোহাগ আকনের নেতৃত্বে পাঁচ ছয়জন সন্ত্রাসী দল তার উপরে এ হামলা চালিয়েছে। এসময় নগদ টাকা,মোবাইল,ক্যামেরা সহ তার কাছ থাকা অন্যান্য সকল জিনিসপত্র ছিনিয়ে নেন বলে জানান আহত মনিরুল। এসময় তার ছেলে শিহাব সন্ত্রাসী হামলার শিকার হয় বলে জানান তিনি। মনিরুল ইসলাম কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির একজন সদস্য। তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সহিত কলাপাড়া উপজেলা ব্যাপী টেলিভিশন সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। এদিকে তাকে দেখতে ও ঘটনা সম্পর্কে জানতে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব,কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব,কলাপাড়া সংবাদিক ক্লাব সহ অন্যান্য সকল ক্লাবের সাংবাদিকেরা। উন্নত চিকিৎসার স্বার্থে শংকাজনক অবস্থায় আহত মনিরুলকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।