সকালবেলা অনলাইন ডেস্কঃ
বরিশাল নগরীর বটতলা এলাকায় আজ সোমবার দুপুর আড়াইটার দিকে অগ্নিকাণ্ডে ১৫টি বসত ঘর ভস্মীভূত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে,বটতলা এলাকার শরীফ বাড়ির একটি কাঠের ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঐ ঘরের পার্শ্ববর্তী অপর কাঠের ঘরগুলোতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ১৫টি ঘর ভস্মীভূত হয়। শরীফ বাড়ির এসব ঘরের বাসিন্দারা নিম্নবিত্ত শ্রেণীর। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। এতে করে পার্শ্ববর্তী মার্কেট সহ বহু স্থাপনা রক্ষা পায়।
বিএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।