ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ১ শিক্ষকের ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। সোমবার গজারিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিনা অনুমোতিতে কেন্দ্রে প্রবেশ করে শিক্ষার্থীদের সহযোগিতা করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল পাঙ্গাসিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. লোকমান হোসেনকে এ কারাদ- প্রদান করেন। এছাড়াও গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক ছালাউদ্দিন ও ধলিগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় থেকে কৌশিক আহমেদ, হুমায়ুন কবীরকে নকলে সহযোগিতার দায়ে দায়ীত্ব থেকে বহিস্কার করা হয়। অন্যদিকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ফারজানা বেগম নামের এক পরীক্ষার্থীকেও বহিস্কার করা হয়।