মহেশখালী(কক্সবাজার)ঃ-
মহেশখালী উপজেলার সিপাহীর পাড়া আজিজিয়া ইসলামিয়া একাডেমীর এ+প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা হেফজখানা ও এতিমখানার বাষিক সভা ২৯ ই ফেব্রুয়ারী সকাল ১০ টায় আজিজিয়া ইসলামিয়া একাডেমীরর পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার নুর হোসেনের সভাপতিতে ¡ আজিজি ইসলামিয়া একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ মোজাম্মেল হকের স্বাগত বক্তব্যের মধ্যেদিয়ে অনুষ্টিত হয়। সংর্বধনা অনুষ্টান ও র্বাষিক সভায় প্রধান অতিথি ছিলেন- বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল। প্রধান বক্তা ছিলেন চট্রগাম পতেঙ্গা হযরত আলী ইবনে আবি তালিব জামে মসজিদেও খতীব হযরত মাওলানা জামাল হোছাইন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দু সামাদ, ইউনিয়ন আওয়ামীলিগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদেও প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান, ছোট মহেশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি এডভোকেট মনির উদ্দিন,ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদেও ইউপি সদস্য জসিম উদ্দিন,বড় মহেশখালী ইউনিয় পরিষদেও ইউপি সদস্য এরফান উল্লাহ, বিশেষ বক্তা ছিলেন-পুটিবিলা ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জি.এম ইয়াছিম, পশ্চিম সিপাহীর পাড়া জামে মসজিদের খতীব মাওলানা এখলাচুর রহমান, ছোট মহেশখালী আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সিনিয়র মাওলানা হেফাজত উল্লাহ ফোরকানী, পাহাড়তলী জামে মসজিদের খতীব মাওলানা আমান উল্লাহ, আজিজিয়া ইসলামিয়া একাডেমীর শিক্ষক হাফেজ নুরুল হাসেম। উক্ত সংর্বধনা অনুষ্টান ও র্বাষিক সভায় আজিজিয়া মডেল একাডেমীর সকল শিক্ষক, পরিচালনা কমিটির সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » সিপাহীর পাড়া আজিজিয়া ইসলামিয়া একাডেমীর এ+প্রাপ্ত শির্ক্ষাথীদের সর্ংবধনা ও এতিমখানার র্বাষিক সভা অনুষ্টিত