প্রয়াত বর্ষীয়ান অ’ভিনেতা সন্তু মুখোপাধ্য়ায়। বুধবার সন্ধেয় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বা’স ত্যাগ করেন অ’ভিনেতা। দীর্ঘদিন ধরেই অ’সুস্থ ছিলেন তিনি। তাঁর ক্য়ান্সারের চিকিৎসা চলছিল।
দীর্ঘদিন ধরে হাইপারটেনশন আর সুগারের জন্য ভুগছিলেন তিনি। বাড়িতেই শুরু হয়েছিল শ্বা’সক’ষ্ট। কিন্তু অবস্থার অবনতি ঘটায় হাসপাতালে ভর্তি করা হয়।
সঙ্গে ছিলেন বড় মে’য়ে অ’ভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি আছেন ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে।ছোট মে’য়ে অজপা মুখোপাধ্যায় জানালেন, ‘‘বাবার সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে গিয়েছে। হিমোগ্লোবিনের কাউন্টও ভাল না। আজ সকাল থেকে কাউকে চিনতে পারছে না। শ্বা’সক’ষ্টের সমস্যাও চলছে।’’
ডাক্তারদের কড়া নজরে এখন ৬৮ বছরের এই অ’ভিনেতা। বহু বাংলা ছবিতে নিজের অ’ভিনয় সত্তাকে প্রকাশ করেছেন তিনি। বর্তমানে ধারাবাহিকের অ’ত্যন্ত জনপ্রিয় মুখ সন্তু মুখোপাধ্যায়।