Sunday , 29 November 2020
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
Home » জাতীয় » সিরাজগঞ্জ সদর থানায় জীবানুনাশক কক্ষ স্থাপন

সিরাজগঞ্জ সদর থানায় জীবানুনাশক কক্ষ স্থাপন

ইমরান হোসাইন-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণরোধে সিরাজগঞ্জ সদর থানায় স্থাপন করা হলো জীবানুনাশক কক্ষ।
শনিবার (০২ মে) দুপুরে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না জীবানুনাশক এই কক্ষটির উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, করোনা সংক্রমণরোধে থানায় প্রবেশ ও বর্হিগমণকারিদের জন্য এই জীবানুনাশক কক্ষ স্থাপন করা হলো।
পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম বলেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার অর্থায়নে জেলা সদরে তিনটি জীবানুনাশক কক্ষ স্থাপন করা হয়েছে। এর মধ্যে সদর থানায় একটি এবং বাকি দুটি স্থাপন করা হয়েছে পুলিশ লাইন্সে।

About Sakal Bela