অনলাইন ডেস্কঃ
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের সাংবাদিক আবদুল মোনায়েম খান মারা গেছেন। আজ রবিবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানেই তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তাকে আইসিইউতে স্থানান্তরের পর প্রাণ হারান তিনি।
তিনি ইংরেজি দৈনিক ফিন্যানসিয়াল এক্সপ্রেস পত্রিকার জেলা প্রতিনিধি এবং পাশাপাশি দৈনিক কালের কন্ঠের বিজ্ঞাপন প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
গত ২৩ মে থেকে সাংবাদিক মোনায়েম জ্বরে ভুগছিলেন। গত ২৬ মে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরবর্তীতে গত পহেলা জুন তাকে চিকিৎসার জন্য উখিয়ার সারি আইসোলেশন সেন্টারে নেওয়া
হয়। সেথান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।
প্রয়াত সাংবাদিক মোনায়েমের জ্যেষ্ঠ কন্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং কনিষ্ট সন্তান কলেজে লেখাপড়া করছে।
প্রসঙ্গত, কক্সবাজারে এ পর্যন্ত করোনায় ২৩ জনের মৃত্যু ঘটেছে এবং আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের মতে, করোনা আক্রান্তের সংখ্যায় কক্সবাজার এখন দেশের ৬ নম্বর জেলা হিসেবে রয়েছে।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের সাংবাদিক মোনায়েমের মৃত্যু