বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় খাদ্য গুদাম থেকে মধ্য রাতে অভিনব কৌশলে চাল চুরি করার সময় সদর উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো.আবদুল্লাহ আল মামুন (বিপ্লব) সহ ৭জনকে পুলিশ আটক করেছে।
গতকাল সোমবার দিবাগত রাতে ডিভি পুলিশের তথ্যের ভিত্তিতে পৌর শহরের খাদ্য গুদামের চাল চুরির সময় সদর উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো.আবদুল্লাহ আল মামুন (বিপ্লব)সহ খাদ্য গুদামের ৩ জন লেবার ও অন্যান্য ৩ জনকে হাতে নাতে আটক করে পুলিশ।
বরগুনা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম মুঠোফোনে জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন তালুকদার বাদী হয়ে ৭জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকির হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, ৭জনকে আসামী করে মামলা দায়ের করেছি ,ব্যস্ত আছি , উপরে রিপোর্ট করতে হবে। বিস্তারিত থানার মাধ্যমে জানতে পারবেন।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » বরগুনায় অভিনব কৌশলে চাল চুরির সময় খাদ্য পরিদর্শক সহ ৭ জন আটক, থানায় মামলা ॥