অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক যুবকের (৩৩) মৃত্যু হয়েছে।গতকাল বুধবার রাতে উপজেলার ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে স্থানীয় সলিমপুর ইউনিয়নের ফৌজাদারহাট গ্রামের পুরাতন দাইয়া বাড়ির বাসিন্দা।
সলিমপুরের ইউপি সদস্য মো. জাবেদ জানান, যুবকটি গত ৬ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।৬ দিন পর গতকাল বুধবার তার শ্বাসকষ্ট শুরু হলে সে নিজেই গিয়ে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হয়। কিন্তু রাতে শ্বাসকষ্ট আরো বেড়ে গিয়ে তার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, তিনি সরাসরি বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।শুনেছি সে সেখানেই মারা গেছে ।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » চট্টগ্রামের সীতাকুণ্ডে আইসোলেশনে যুবকের মৃত্যু হয়েছে