অনলাইন ডেস্ক:
চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ (মিনিট্রাক) চাপায় মো. লিয়াকত আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ কচুয়া গৌরিপুর সড়কের হাজীগঞ্জে পাতানিশ-আড়ং বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ পূর্বপাড়া খাঁন বাড়ির মৃত আম্বর আলীর ছেলে। এ ঘটনায় পিকআপচালক পালিয়ে গেলেও চালকের সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করেছে।
নিহতের পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে নাশতা খাওয়ার উদ্দেশ্যে পাতানিশ-আড়ং বাজারে রওনা দেন লিয়াকত আলী।পথে একটি কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে লিয়াকত আলীকে চাপা দিয়ে সড়কের পাশে গাছের সাথে আটকে যায়। এ সময় স্থানীয়রা লিয়াকতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লিয়াকত আলীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।