লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে নতুন করে ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে লক্ষ্মীপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫৮ জনে দাঁড়ালো।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফফার।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে সদরে ২৩ জন, রায়পুরে ১ জন, রামগঞ্জে ৩ জন, কমলনগর ৮ জন ও রামগতিতে ১ জন।
এ নিয়ে জেলার ৫টি উপজেলায় মোট ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৩৫৮ জনের মধ্যে রামগঞ্জে ৬২, রায়পুরে ৫০, সদরে ১৭৪, কমলনগরে ৪৭ ও রামগতি উপজেলায় ২৫ জন আক্রান্ত হলেন। এখন পর্যন্ত ৩ হাজার ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।