বগুড়ায় সাংবাদিকসহ আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বগুড়ায় করোনা পজিটিভ হলেন আরও ৫১ জন। এ নিয়ে জেলায় মোট ১১৮৬ জন পজিটিভ হলেন।
সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের করোনা পজিটিভ আসে।
এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা করলে ১৭ জনের করোনাভাইরাস ধরা পড়ে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হলেন ১১৮৬ জন। দুটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১৩ ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হলো। সুস্থ হয়েছেন ৮৬ জন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ১ এপ্রিল থেকে ১২ জুন পর্যন্ত জেলায় মোট ১০ হাজার ৭৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে, আট হাজার ৪২৩ জনের।
নতুন করে করোনা আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। কারও অবস্থা খারাপ হলে তাকে মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে ভর্তি করা হবে।