অনলাইন ডেস্ক:
ফেনীতে আরো প্রাণঘাতি ৩৬ করোনা রোগী শনাক্ত হয়েছে।আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন।এনিয়ে ফেনীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৫ জনে দাঁড়ালো।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৪ জন, ছাগলনাইয়ায় ১১ জন, দাগনভূঞায় ৬ জন, পরশুরামে ৪ জন ও ১ জন ফেনী জেলার বাইরের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে নারী-শিশু ও পুলিশ সদস্য রয়েছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৪ হাজার ৪৩৩ জনের নমুনা সংগ্রহ করে নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৬৪৫ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২৪৩ জন, সোনাগাজীতে ১০২ জন, দাগনভূঞায় ১৩৪ জন, ছাগলনাইয়ায় ৮৯ জন, ফুলগাজী ৩৫ জন, পরশুরামে ৩১ জন এবং ফেনীর বাইরের অন্যান্য উপজেলার ১১ জন রোগী রয়েছে।
জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারী কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ১৩৫ জন সুস্থ হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩জন।