অনলাইন ডেস্ক:
কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগে ৮ দিনের রিমান্ড শেষে বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে কুয়েতের প্রসিকিউশন বিভাগ। মঙ্গলবার(১৬জুন) তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে কুয়েতের এক সংবাদমাধ্যমে বলা হয়, বাংলাদেশের এই সাংসদ রিমান্ডে জড়িতদের নামও প্রকাশ করছেন।কুয়েতের এক সাংসদ অর্থ ও মানবপাচারে পাপুলের সঙ্গে জড়িত কুয়েতিদের পরিচয় প্রকাশের দাবি জানান । এতে যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে।
গতকাল বুধবার আরব টাইমসের খবরে বলা হয়, কুয়েতের সমাজকল্যাণ ও অর্থনীতিবিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিল সরকারের জনশক্তি কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেছেন। পাবলিক প্রসিকিউশন ওই কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশ করে। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে কুয়েত সরকার তাকে ৩ মাসের জন্য বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি গণমাধ্যমটি।
এর আগে আরেক প্রতিবেদনে বলা হয়, পাপুল তাঁর অপকর্মের সঙ্গে জড়িত কুয়েতের তিন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার নাম বলেছেন। এর পাশাপাশি দুজনকে ২১ লাখ কুয়েতি দিনার (প্রায় ৫৮ কোটি টাকা) ঘুষ দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। তদন্তকারীরা এমপি পাপুলের কাছ থেকে আরো নাম বের করার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Home » দৈনিক সকালবেলা » পাচঁফোড়ন » রিমান্ড শেষে জেলহাজতে এমপি পাপুল, উচ্চপদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করল কুয়েত