অনলাইন ডেস্ক:
শরীয়তপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাশা ভোগ এলাকায় নিজ বাড়ির নিকটে মাহিন্দ্রর ধাক্কায় মোটরসাইকেলের আরোহী পুলিশ সদস্য মাহবুব আলম রিপন (২৭) নিহত হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তিনি ঢাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে চাকরি করতেন। ছুটি নিয়ে বাড়ি আসেন। ছুটিশেষে চাকরিতে যোগদান করার কথা। কাসা ভোগ মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। অপরদিক থেকে বালিভর্তি মাহিন্দ্র মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান মাহবুব আলম রিপন।