অনলাইন ডেস্ক:
যশোর উপশহরে দুই যুবকের বিবাদ ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন এহসানুল হক ইমু (৩৫) নামে এক যুবক। তিনি উপশহর আদর্শ বহুমুখী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপশহর বি ব্লকের ইকরামুল ইসলাম ইকুর ছেলে। ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার রাতে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত ৮টার দিকে উপশহর শিশু হাসপাতালের সামনে দুই যুবক গোলযোগ করছিল। এ সময় ইকু মোটরসাইকেলে যাচ্ছিলেন। গোলযোগ দেখে তিনি থামেন। বিবাদ ঠেকাতে তিনি এক যুবককে একটি থাপ্পড় দেন। তখন ওই যুবক ইমুকে একাধিক ছুরিকাঘাত করে। এরপর বিবাদরত দুজনই পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইমুকে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
ইন্টার্ন ডাক্তার জিন্নাতুন নেসা জানান, ওই যুবকের পেট, পা, মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। যশোর কোতয়ালি থানার এসআই মোকলেছুজ্জামান জানান, খুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » যশোর উপশহরে দুই যুবকের বিবাদ ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে খুন