অনলাইন ডেস্ক:
কুমিল্লার দেবিদ্বারে করোনার উপসর্গ নিয়ে মৃত প্রাথমিক শিক্ষকের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেবিদ্বারে মোট ১৯ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। এ দিন পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ৩১টি নমুনা রিপোর্টের মধ্যে আরও ৮টি সহ মোট ৯টি পজিটিভ পাওয়া গেছে। বাকি ৮ জনের মধ্যে বেতুয়ায় স্বামী ও স্ত্রী ২ জন, গঙ্গানগর ১ জন, ছোট শালঘর ১ জন, জয়পুর ১ জন, চানপুর ১ জন, তালতলা ১ জন, এবং দেবিদ্বার উপজেলা সদরে ১ জন রয়েছেন।
জানা যায়, উপজেলার দক্ষিণখাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ধামতী ইউনিয়নের দুয়ারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের (সুরুজ মিয়া) বড় ছেলে সোহেল রানা সরকার (৪৩) গত ১৭ জুন শ্বাসকষ্ট নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে গত ২১জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।
এ দিকে পর পর দুইবার নেগেটিভ রিপোর্ট আসায় মঙ্গলবার আরও ৭ জন পজিটিভ রোগীকে সুস্থ ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
দেবিদ্বারে উপসর্গ নিয়ে মৃত শিক্ষকসহ ৯ জনের করোনা শনাক্ত
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, এখন পর্যন্ত মোট নমুনা প্রেরণ করা হয়েছে ১৪৪২টি, মোট প্রাপ্ত রিপোর্ট ১৩৪৩টি, রিপোর্ট বাকি আছে আরও ৯৯টি। মোট পজিটিভ শনাক্ত হয়েছে ২৯৪ জন, মৃত্যুবরণ করেছেন ১৯ জন, সুস্থ হয়েছেন ১৬২ জন। আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে আছে ১০৯ জন এবং হাসপাতালে ভর্তি আছেন ৪ জন।