Monday , 28 September 2020
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » দেশগ্রাম » কুষ্টিয়ায় একই পরিবারের ৮ জনসহ নতুন করে আরে ৩০ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়ায় একই পরিবারের ৮ জনসহ নতুন করে আরে ৩০ জন করোনায় আক্রান্ত

কুষ্টিয়া //   
কুষ্টিয়ায় নতুন করে আরে ৩০ জন করোনায়   আক্রান্ত হয়েছে। এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৭০৮ জন কোভিড রোগী সনাক্ত হল। মোট মৃত্যু ১২ জন।
৩ জুলাই শুক্রবার রাতে কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।      কোভিড ১৯ আপডেটে জানানো হয়,
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩ জুলাই  মোট ২৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১৩৫ টি, নড়াইলের ১৮ টি , মেহেরপুরের ২৪ টি, চুয়াডাঙ্গার ২৯ টি এবং ঝিনাইদহের ৬৩ টি নমুনা ছিল।
কুষ্টিয়া জেলায় শুক্রবার নতুন করে ৩০ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে । এছাড়া কুষ্টিয়া সদরের ৪ টি ,দৌলতপুরের ১টি , কুমারখালীর ১ টি, ভেড়ামারার ১ টি  মোট ৭ টি নমুনার রিপোর্ট ফলোয়াপ পজেটিভ।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার দৌলতপুরে ১ জন ,সদরে ২৪ জন, কুমারখালীতে ৪ জন, ভেড়ামারায় ১ জন।
নতুন আক্রান্তের মধ্যে পুরুষ ২১ জন, মহিলা ৯ জন।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ২৪ জনের ঠিকানা কুষ্টিয়া মেডিকেল কলেজ ১ জন, হাউজিং সি ব্লক ১ জন, চৌড়হাস ১ জন, হরিশংকরপুর ২ জন, আড়ুয়াপাড়া ৮ জন, পিটিআই রোড ১ জন, মিলপাড়া ১ জন, আলমপুর ১ জন, কাস্টমস মোড় ১ জন, আমলাপাড়া ৪ জন, হাতিয়া আবদালপুর ১ জন, জগতি ১ জন, পুলিশ লাইন ১ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা জামালপুর ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মহিষকুণ্ডি ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানা ইলঙ্গি ২ জন, সদকি ১ জন, অগ্রণী ব্যাংক ১ জন।
এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ৭০৮ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।
উপজেলা ভিত্তিক রোগী সনাক্তের মধ্যে
দৌলতপুর ৯৩, ভেড়ামারা ৮২, মিরপুর ৪৪, সদর ৩৭৬,কুমারখালী ৮৮, খোকসা ২৫ জন।
মোট পুরুষ রোগী ৫১৭, নারী ১৯১ জন।
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩০৪ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ ৩০২ জন
(দৌলতপুর ৪১, ভেড়ামারা ৫০, মিরপুর১৮, সদর ১৪১,কুমারখালী ৩৮, খোকসা ১৪)।
বহিরাগত সুস্থ ২ জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৫৯ জন।
হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন।
মৃত – ১২ জন (কুমারখালী -৩, দৌলতপুর-১, ভেড়ামারা-১, কুষ্টিয়া সদর ৭ )। কুমারখালীর পান্টির বাসিন্দা ৫০ বছর বয়স্ক একজন পুরুষ রোগী গতকাল মৃত্যুবরণ করেন।
মৃত পুরুষ ১১, মহিলা ১ জন।
সর্বসাধারণের প্রতি অনুরোধ করে সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, আতংকিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন। ঘরে থাকুন, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। বার বার সাবান দিয়ে হাত ধৌত করুন। যত্রতত্র কফ, থুতু ফেলবেন না। হাঁচি, কাশি দেয়ার সময় টিস্যু পেপার, রুমাল, বাহুর ভাঁজ ব্যাবহার করুন ও ব্যাবহৃত টিস্যু ঢাকনাযুক্ত বিনে ফেলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যাবহার করুন।

About Sakal Bela

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!