Sunday , 27 September 2020
Home » জীবনযাপন » সাহিত্য » কবিতা » বর্ষার গান

বর্ষার গান

 

        বর্ষার গান

জাকির হোসেন রাসেল
আজিকার এই ঘন বর্ষায়
কত নদীনালা জলে ভরে যায়,
কত ফুল ফুটে
আর কত পাখি গান গেয়ে যায়।
রাখালিয়া বাঁশির সুরে
সুর চলে যায় তেপান্তরে,
কত শিল্পী গান ধরে
কত কবি-কবিতা লিখে যায়।
বর্ষাকালে কদম ফুল
পাখ-পাখালিদের হট্রগোল,
পদ্মায় নৌকার পাল
মাঝি-মাল্লা ভাটিয়ালি জারি গায়।
পদ্মার রূপালী ইলিশ
বিশ্বজুড়ে খ্যাতি ছড়ায়,
আজও পাল তোলা নৌকায়
নববধূ বাপের বাড়ি যায়।
আষাঢ় শ্রাবণের ভরা ঢলে
বৃষ্টি ভেজা ভরা জলে,
কিশোর-কিশোরীর মাতামাতি
নাচানাচিতে মন ভরে যায়।
আমারও মন ভরে যায়
মনমাঝি পল্লীগীতি গায়,
জলকেলি খেলবো মোরা
আয় গো সখি নদী ভরা মেঘনায়।
এমনি অপরূপা বরষায়
গাঁয়ের বধূ কলসি নিয়ে যমুনায়,
নাওয়া খাওয়া ভুলে আজ
আয় শুধু চলে আয়।
কেমনে কহিবো বলো
এতো আনন্দ আহলাদ,
নাই কোন ভেদাভেদ
নাই কোন জাত,
সখি, চলে আয় গান ধরি
এই রিমঝিম বর্ষায়।
চলোনা ঘুরে আসি
তুমি আমি পাশাপাশি,
উড়ু মন যেদিকে যায়
আজ ভালোবেসে দু’জনায়।
আবার করালগ্রাসী বন্যা যখন
ঘর বাড়ী বানে ভাসায়,
নিরানন্দ মনডা তখন
শুধু কেঁদে বেড়ায়।
জলে থই থই পানি
আরও না-জানি কত হয়রানি,
খাল-বিল ভরে যায়
রাক্ষুসী বর্ষার তান্ডব লীলায়।
গরু-ছাগল বানভাসি মানুষ
শুধু একটু আশ্রয় চায়,
চলোনা ওদের পাশে
দু’হাত বাড়াই মানবতায়।
এমন দুর্দিনে
মানুষ কত অসহায়,
আমরা কি পারি না
বলো কে আজ দু’হাত বাড়ায়।

About Sakal Bela

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!