Thursday , 1 October 2020
Home » জাতীয় » ‘মুজিববর্ষ’ উপলক্ষে হবে সিভিএফ সম্মেলন- বান কি মুন
‘মুজিববর্ষ’ উপলক্ষে হবে সিভিএফ সম্মেলন- বান কি মুন
--ফাইল ছবি

‘মুজিববর্ষ’ উপলক্ষে হবে সিভিএফ সম্মেলন- বান কি মুন

অনলাইন ডেস্কঃ

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) পরবর্তী সম্মেলন ‘মুজিববর্ষ’ উপলক্ষে ২০২১ সালে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে জাতিসংঘের সাবেক মহাসচিব ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের চেয়ারম্যান বান কি মুন এ কথা জানান।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন বান কি মুন। সিভিএফ সম্মেলন, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্সসহ বিভিন্ন ইস্যুতে তাঁরা প্রায় ১২ মিনিট কথা বলেন।

ইহসানুল করিম বলেন, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, যেখানে বান কি মুন ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।

প্রেসসচিব বলেন, করোনাভাইরাস পরিস্থিতি এবং সুপার সাইক্লোন আম্ফান সাহস ও দক্ষতার সঙ্গে মোকাবেলা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘের সাবেক মহাসচিব। এ প্রসঙ্গে বান কি মুন বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষকে কভিড-১৯ মহামারি এবং ঘূর্ণিঝড় আম্ফানের মতো পরিস্থিতি মোকাবেলা করতে পারার মতো সহিষ্ণু করে গড়ে তুলতে হবে।

দ্বিতীয়বারের মতো সিভিএফের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান বান কি মুন। তিনি সিভিএফের ‘থিম্যাটিক রাষ্ট্রদূত’ হওয়ায় নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস অ্যান্ড অটিজম সম্পর্কিত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনকেও অভিনন্দন জানান।

ইহসানুল করিম আরো জানান, আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী ও জাতিসংঘের সাবেক মহাসচিব শুভেচ্ছা বিনিময় করেন। টেলিফোন করায় বান কি মুনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। 

সিভিএফ হলো বিশ্বব্যাপী বিশ্ব উষ্ণায়নের ফলে ক্ষতিগ্রস্ত ৪৮টি দেশের একটি অংশীদারিমূলক ফোরাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ডিসেম্বরে প্যারিসে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন হিসেবে পরিচিত পার্টিগুলোর ২৫তম বার্ষিক সম্মেলনে (সিওপি ২৫) মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা হেইনের মাধ্যমে সিভিএফের সভাপতির দায়িত্ব গ্রহণের প্রস্তাব গ্রহণ করেন।

সূত্র : বাসস

About Dainik Sakalbela

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!