Tuesday , 15 June 2021
ব্রেকিং নিউজ
Home » দৈনিক সকালবেলা » উপজেলার খবর » ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস চাপায় সিএনজির ২ যাত্রী নিহত ও ৩জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে ময়মনসিংহ –কিশোরগঞ্জ মহাসড়কের গালাহার নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত(১২) ও (১৪) দুই কিশোর নিহত ও তিন’জন আহত হন।
আহতরা হলেন, মনোরদী নরসিংদীর নাছির উদ্দিন(৫০), চালাকচর নরসিংদীর নূরুল ইসলাম(৫০) ও দরুনপাড়া হালুয়াঘাট উপজেলার মাহিন(১০)।
জানা যায়, শুক্রবার দুপুরে ২টার দিকে দ্রুত গতির ময়মনসিংহ গামী একটি বাস ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপর ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার নামক স্থানে কিশোরগঞ্জ গামী সিএনজিরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজিতে থাকা অজ্ঞাত(১২) ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে মারা অজ্ঞাত(১৪) নামের দুইজন কিশোর মারা যায় ।
ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানান, নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

About Syed Enamul Huq

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*