Wednesday , 20 January 2021
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
Home » দৈনিক সকালবেলা » বিভাগীয় সংবাদ » জেলার-খবর » ময়মনসিংহ পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব
ময়মনসিংহ পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব
--প্রেরিত ছবি

ময়মনসিংহ পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ে
ইংরেজী নববর্ষ উদযাপন উপলক্ষে ২ জানুয়ারি শনিবার স্কুল ক্যাম্পাসে পিঠা উৎসব
অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করার কথা ছিল ময়মনসিংহ
সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। তার বড় ভাই আমিনুল হক শামীম
করোনায় আক্রান্ত হওয়ায় ঢাকায় অবস্থান করায় তিনি এ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
তাই আমিনুল হক শামীমের দ্রুত রোগমুক্তি কমানায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও মহানগর আওয়ামীলীগের সহ-
সভাপতি অধ্যাপক গোলাম ফিরদৌস জিল্লুর সভাপতিত্ব পিঠা উৎসবে বিশেষ অতিথি
বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, স্থানীয়
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ খলিলুর রহমান, স্কুল প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ
আব্দুল মান্নান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ
আলী। উৎসবে প্রায় অর্ধশতাধিক আইটেম পিঠার আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক-
শিক্ষিকাগণ এই উৎসবে পিঠা নিয়ে আসার জন্য জিবি সভাপতি অধ্যাপক গোলাম
ফিরদৌস জিল্লু সকলকে ধন্যবাদ জানান। এতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক
নেতৃবৃন্দ ও অভিভাবকগণ অংশ নেন।

About Syed Enamul Huq

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*