Thursday , 29 July 2021
ব্রেকিং নিউজ
Home » দৈনিক সকালবেলা » করোনাভাইরাস » নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনসহ পরিবারের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনসহ পরিবারের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত
--ফাইল ছবি

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনসহ পরিবারের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনসহ পরিবারের আরও তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুর পৌনে ১টায় এ তথ্য নিশ্চিত করেন। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা। বর্তমানে তারা হোম আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
আক্রান্তদের মধ্যে আরও রয়েছেন, এসপির সহধর্মিনী তানিয়া আলমগীর ও বড় ছেলে এবং কাজের মেয়ে।
নোয়াখালী সিভিল সার্জন ডা.মাসুম ইখতেখার বলেন, গতকাল বুধবার দুপুরে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে তাদের নমুনা পরীক্ষা দিলে রাতের দিকেই এসপি আলমগীরসহ পরিবারের আরও ৩জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নোয়াখালীতে গত ২৪ঘন্টায় ১২৭জনসহ শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৩০২ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৪৬ শতাংশ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৯০ জন এবং মৃত্যু হয়েছে ১৪১ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ২৭ শতাংশ।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে নোয়াখালী জেলা পুলিশ প্রশাসনের উদ্যেগে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন ।

About Syed Enamul Huq

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*