Thursday , 2 February 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১২, শনাক্ত ১১৪৩৪ জন
--প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১২, শনাক্ত ১১৪৩৪ জন

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৩৪ জন। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১২ জনের। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৮.৪৯ শতাংশে।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) চারজনের মৃত্যু এবং ১০ হাজার ৮৮৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনায় এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৯২ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে।

এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৫ জন। এক দিনে নমুনা পরীক্ষা হয়েছে চার হাজার ১৩৪ জনের। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন নারী ও সাতজন পুরুষ।

About Syed Enamul Huq

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com