Monday , 14 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
পাম অয়েলের দাম কমল

পাম অয়েলের দাম কমল

অনলাইন ডেস্ক:

সয়াবিন তেলের পর এবার খোলা পাম অয়েলের দাম লিটারে তিন টাকা কমেছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার পাম অয়েলের দাম ১৩০ টাকা, যা আগে ছিল ১৩৩ টাকা।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাসোসিয়েশনের সচিব মো. নুরুল ইসলাম মোল্লার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্য তেল পাম অয়েলের মূল্য পুনর্নিধারণ করা হয়েছে।

লিটারপ্রতি মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৬ ফেব্রুয়ারি প্রতি লিটার পাম অয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৩৩ টাকা। ২০ মার্চ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ভোজ্য তেল উৎপাদনকারী কম্পানিগুলোর কর্মকর্তাদের বৈঠকে সয়াবিন তেলের দাম কমানো হয়।

About Syed Enamul Huq

Leave a Reply