Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু!

মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার মহেন্দ্রদী গ্রামে গত মঙ্গলবার (২২ মার্চ) সকালে বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জাহাঙ্গীর শেখ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। মৃত জাহাঙ্গীর শেখ (৪৫) উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের মৃত কালা মিয়া শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার হরিদাসী মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে জাহাঙ্গীর শেখ ও ছত্তার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে বিরোধপূর্ণ ওই জায়গায় ছত্তার শেখের ভাই রতন শেখ ঘর নির্মাণ করতে গেলে জাহাঙ্গীর শেখের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতরা হলো- জাহাঙ্গীর শেখ (৪৫), ছত্তার শেখ (৭০), তুষার মোল্লা (৩৫), আলেয়া বেগম (৫০), ইউসুফ শেখ (৭০), রমজান (১৫), নিশী (১৯), জসিম শেখ (৩৪), ফরিদা বেগম (৫৮), শারমিন বেগম (৩০), আলেম (৩০) ও শহীদ (৩৮)। তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জাহাঙ্গীর শেখের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার অবস্থা আরো অবনতির দিকে গেলে মঙ্গলবার বিকালে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে রাজৈর থানার ওসি শেখ সাদীক জানান, গতকাল সকালে সংঘর্ষে আহত জাহাঙ্গীর শেখ নামে একজন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

About Syed Enamul Huq

Leave a Reply