Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মোহনগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প কমিটি গঠন করা হয়েছে জামাই শশুর দিয়ে

মোহনগঞ্জ ( নেত্রকোনা ) সংবাদদাতা :

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা ৭ নং গাগলাজুর ইউনিয়নের বানিহারী এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইজদা বাঁধ প্রকল্প কমিটির সাইনবোর্ডের সভাপতিসহ জামাইয়ের নামসহ অন্যান্য সদস্যদের সাথে কোন মিল নেই । জনমনে প্রশ্ন জেগেছে সভাপতির নামসহ সদস্যদের নাম ভুল ও তথ্য গোপন করে শশুর জামাইয়ের প্রকল্প কমিটি গঠন করা হয়েছে ।
মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নে বানিহারী এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আর্থিক বছর–২০২১-২০২২খিঃ হাইজদা বাঁধ উপ-প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি হাইজদা ১৫/২০২১-২০২২  সভাপতির নাম আবুল কামাল  সাইনবোর্ডে লেখা হয়েছে। এ ব্যাপারে উক্ত গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা কে জিজ্ঞাসাবাদ করা হলে একবাক্যে বলেন আবুল কামাল নামে আমাদের গ্রামে কোন লোক নেই , অপর কয়েকজন সদস্য নামের গরমিল রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন, মোবাইল নাম্বারটি ইউপি আওয়ামী লীগ নেতা আবুল কালামের । উক্ত নাম্বারে বারবার কল করলেও কালাম রিসিভ করেননি । উক্ত প্রকল্পের মোট বরাদ্দ ২৪ লক্ষ ৫৯ হাজার ৩১৭ টাকা ।  ডাকঘর —  দরুন বানিহারী । মোহনগঞ্জ উপজেলার দরুন  বানিহারী নামে কোন ডাকঘর নেই ।উপসহকারী প্রকৌশলী মোঃ সোহাগ ফকিরকে প্রকল্প সভাপতি আবুল কামাল কে – প্রশ্ন করলে তিনি বলেন সাইনবোর্ডে ভুল হয়েছে । এই ভুল সংশোধন হবে কবে প্রশ্ন করা হলে সঠিক উত্তর পাওয়া যায়নি ।  শুরু হয়েছে কবে, তাও তিনি উত্তর দিতে রাজি নন । সাইনবোর্ডটি সদস্যদের নামের, পিতার নামের, গ্রামের কোন মিল নেই । এই সাইনবোর্ডটি দেখলে মনে হয় ভুল তথ্য সহ গভীর রহস্য রয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জির সাথে কথা হলে , তিনি বলেন আমি বিষয়টি দেখছি। পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত কে প্রকল্প কমিটির সভাপতির নামে এই গ্রামে কোন লোক নেই প্রশ্ন করলে তিনি রেগে যান। তিনি বলেন উপজেলা নির্বাহী অফিসার তালিকা দেন । ভুয়া না ভুল তার দায় দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের । প্রকল্প সম্পর্কে যেকোনো তথ্য জানার জন্য আপনার নাম ও মোবাইল নম্বর রয়েছে বিদায় কল করেছি । সুতরাং কোন তথ্য জানতে চাইলে রাগ হবেন কেন। ২ দিনে বারবার  প্রকল্প সভাপতির নাম্বারে রিং দিলে সাইনবোর্ডে নাম্বার ব্যক্তি বলেন আমার নাম আবুল কালাম। তাহলে সাইনবোর্ডে আবুল কামাল লিখা কেন প্রশ্ন করলে বলেন ইহা পানি উন্নয়ন বোর্ডের ভুল । এ ভুল  সাইনবোর্ড টি দীর্ঘদিন যাবত টানানো রয়েছে ।  অন্য সদস্যদের নাম পিতার নাম গ্রামের নাম ভুল রয়েছে প্রশ্ন করলে তদারকি কর্মকর্তা কোন সঠিক জবাব দিতে পারিনি । সংশোধন কবে হবে প্রশ্ন করলে সঠিক কোন উত্তর পাওয়া যায়নি । সভাপতিসহ অপর সদস্যের নাম ইচ্ছাকৃতভাবে ভুল দিয়ে লুটপাঠের কৌশল কিনা বিষয়টি খতিয়ে দেখা দরকার । প্রকৃত আবুল কালামের আত্মীয়-স্বজন সহ আস্থা ভজন লোক দিয়ে প্রকল্প কমিটির নামে একটি পকেট কমিটি করা হয়েছে বলে এলাকায় সর্বত্র প্রচার হয়েছে । তারা আরো জানান আমরা ভোটার তালিকা যাচাই-বাছাই করে দেখেছি নামের সাথে পিতার নাম এর এমনকি গ্রামের কোন মিল নেই । উচ্চ পর্যায়ের তদন্ত তদন্ত করে সঠিক চিত্র জনসমক্ষে উপস্থাপন করা দরকার

About Syed Enamul Huq

Leave a Reply