Saturday , 7 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সাজা ও পরোয়ানাভুক্তসহ ১৭ জন গ্রেফতার…

ময়মনসিংহে সাজা ও পরোয়ানাভুক্তসহ ১৭ জন গ্রেফতার…

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, জুয়া ও মাদকমুক্ত অঞ্চল গড়াসহ আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে, এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ, এর মাঝে এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম নগরীর খাগডহর ঘুন্টি থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী হেলাল উদ্দিন ওরফে কাজলকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে, এএসআই মোর্শেদ আলমের নেতৃত্বে একটি টীম ফকিরাকান্দা এলাকা থেকে ৫ জুয়াড়িকে গ্রেফতার করে, গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়াড় সামগ্রী ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ, জুয়াড়িয়ারা হলো, বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, জীবন মিয়া, রাসেল ও হেলাল মিয়া ওরফে সুন্দর আলী।
এছাড়া এসআই – আবুল কাশেম, এসআই – নিরুপম নাগ, এসআই – টিটু সরকার, এসআই – আশিকুল হাসান, এএসআই – আনোয়ার হোসেন, এএসআই – সানজিদ, এএসআই – আবুল কালাম আজাদ, এএসআই – হুমায়ুন কবির, এএসআই – সুজন চন্দ্র সাহা, এএসআই – মোজাম্মেল হক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক একজন, জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানামুলে ৩ জন, ও সিআর মামলায় পরোয়ানামূলে ৭জনকে গ্রেফতার করে, গ্রেফতারকৃতরা হলো, মোঃ আরিফ, কবি চরন ঋষি, আব্দুল্লাহ হিল কাফি, জাকির হোসেন নাঈম, পারভেজ উদ্দিন, ইয়াসিন সরকার, রুহুল আমীন, শহিদুল ইসলাম ও বুলু মন্ডল, এদের মধ্যে একই ব্যাক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়, সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

About Syed Enamul Huq

Leave a Reply