চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী। বুধবার সকাল পর্যন্ত মোট ৮০টি হজ ফ্লাইটে ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৬টি।
বুধবার সকালে হজ পোর্টালে প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে হজে গিয়ে আরো একজন বাংলাদেশি মারা গেছেন। গত ৫ মে হামিদা বানু (৫৮) নামে ওই নারী মদীনায় মারা গেছেন। তার বাড়ি পঞ্চগড়ে। এ নিয়ে এখন পর্যন্ত হজে গিয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে বুলেটিনে বলা হয়ছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার হজযাত্রী। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১০ জুন। ফ্লাইট পরিচালনা শেষ হবে ১০ জুলাই।