Monday , 5 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আ. লীগ সুযোগ পেলে হাড়ে হাড়ে প্রতিশোধ নেবে : আবু হানিফ
--সংগৃহীত ছবি

আ. লীগ সুযোগ পেলে হাড়ে হাড়ে প্রতিশোধ নেবে : আবু হানিফ

অনলাইন ডেস্কঃ

গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘জুলাই আগস্টের গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এই সরকারের কোনো আগ্রহ নেই। আওয়ামী লীগ সুযোগ পেলে হাড়ে হাড়ে প্রতিশোধ নেবে। জনগণ রাস্তায় নামার আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

আবু হানিফ তার পোস্টে বলেন, গাজীপুরে হাসনাতের ওপর হামলাকে হালকা করে দেখার সুযোগ নেই। এর আগেও সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা হয়েছিল। সেই হামলায় চিকিৎসাধীন একজন মারাও গেছেন। গাজীপুরের প্রশাসনের চরম ব্যর্থতা রয়েছে এখানে।

তিনি বলেন, ‘গণহত্যায় জড়িত অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, প্রশাসন কিছুই করছে না। অন্যদিকে প্রায় সব দলেরই কতিপয় দুর্বৃত্ত আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়ে তাদের প্রটেকশন দিচ্ছে। একটা কথা মনে রাখবেন, আওয়ামী লীগ সুযোগ পেলে হাড়ে হাড়ে প্রতিশোধ নেবে।’

তিনি আরো বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে উপদেষ্টা হওয়া অনেকেও আওয়ামী পুনর্বাসনে জড়িত।

আবার কেউ কেউ আওয়ামী লীগের প্রতি সিম্পেথি দেখাচ্ছেন। জুলাই-আগস্টের গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এই সরকারের কোনো আগ্রহ নেই। পলিথিন নিষিদ্ধ, রাস্তা মেরামত আর মিডিয়ায় চেহারা দেখানো নিয়ে ব্যস্ত সরকারের কেউ কেউ।’আবু হানিফ বলেন, ‘তারা ভুলে গেছেন রাস্তা মেরামত আর পলিথিন নিষিদ্ধ করার জন্য তাদের উপদেষ্টা করা হয়নি। তাদের প্রথম এবং প্রধান কাজ ছিল গণহত্যার বিচার ও আহতদের চিকিৎসা নিশ্চিত করা, সেটা করতে তারা পুরোপুরি ব্যর্থ।

About Syed Enamul Huq

Leave a Reply