Saturday , 10 May 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উত্তেজনার মধ্যেই ৪.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান
--ছবিসূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

উত্তেজনার মধ্যেই ৪.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

অনলাইন ডেস্কঃ

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কেঁপে উঠেছে খাইবার পাখতুনখাসহ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকা। আজ শনিবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আফগানিস্তানের আশকাশাম শহরের পশ্চিমে ৩৪ কিলোমিটার দূরে, হিন্দুকুশ পর্বতমালার নিচে প্রায় ২৩৩ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের গভীরতা বেশি হওয়ায় এর ভূপৃষ্ঠে প্রভাব ছিল তুলনামূলকভাবে সীমিত। পাকিস্তানের চিত্রাল, আপার দির ও আশপাশের উপত্যকা অঞ্চলে হালকা কম্পনের অনুভূতি পাওয়া গেলেও কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই অঞ্চলটি একটি সক্রিয় ভূকম্পন এলাকা হিসেবে পরিচিত। যেখানে প্রায়ই গভীর ভূমিকম্প হয় এবং সেগুলোর কম্পন বিস্তৃত হলেও সাধারণত তীব্র হয় না। উল্লেখ্য, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ভূ-তাত্ত্বিক সংঘর্ষ অঞ্চলের কাছাকাছি হওয়ায় এখানে নিয়মিত ভূমিকম্পের ঘটনা ঘটে। এদিকে দীর্ঘদিনের ভারত-পাকিস্তান দ্বন্দ্বে নতুন উত্তেজনার সূচনা হয় ২২ এপ্রিল।

সেদিন ভারত-শাসিত কাশ্মীরে বন্দুক হামলায় নিহত হয় ২৬ জন। নয়াদিল্লি এই হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। ঘটনার জেরে ৭ মে মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলতে থাকে পাল্টাপাল্টি হামলা।সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

 

About Syed Enamul Huq

Leave a Reply