খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধের আলটিমেটাম দিয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন ঢাবির একদল শিক্ষার্থী। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও এলাকা প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানানো হয়।
সমাবেশে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। তিনি বলেন, ‘কুয়েটের ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। কুয়েটের ওপর চাপিয়ে দেওয়া দলীয়করণ প্রক্রিয়া আসলে গোটা দেশের শিক্ষাঙ্গনের ওপর একটি সতর্কবার্তা।
সমাবেশ থেকে মুসাদ্দিক আলটিমেটাম দিয়ে বলেন, ‘আজ (মঙ্গলবার) রাতের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে আমরা আগামীকাল থেকে শাহবাগ অবরোধসহ কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’
কুয়েটের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ফারহান আকিব বলেন, ‘যদি ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে, তবে দখলদার প্রশাসন ও অনুপযুক্ত ভিসিদের আর ঠাঁই থাকবে না।